দেশে অস্বাভাবিকভাবে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায়, সরকারের আমদানির খবরে কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়া খাতুনগঞ্জের পেঁয়াজের বাজার চাঙা হয়েছে ৷ ভারতের পেঁয়াজ বাজারে ঢোকায় দাম কমেছে দেশি পেঁয়াজের ৷
বুধবার (৭ জুন) খাতুনগঞ্জের চিত্র ছিল এমনটি ৷
ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দেশের ব্যাপারিরা বিপাকে পড়েছে ৷ কারণ তারা যে দামে পেঁয়াজ কিনেছে তার সেই দাম থেকে কেজি প্রতি ৪০ টাকা করে লোকসান হচ্ছে ৷
পাবনার বেপারি নয়ন মিয়া জানান, পাবনার বেড়া থেকে কিনেছি ৮৫ টাকা ৷ গাড়িভাড়াসহ ৯০ টাকা ৷ এখন খাতুনগঞ্জে ৪৮ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে ৷ কেজিতে ৪০ টাকা লোকসান ৷