খবরের চোখ
সব সময়

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

- Advertisement -

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১ জুলাই) দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন ৷ এ সময় প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যাবেন ৷

শনিবার সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়কপথে কোটালীপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন ৷

শেখ হাসিনা কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন ৷

- Advertisement -

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন ৷ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন ৷

রোববার (২ জুলাই) প্রধানমন্ত্রী সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন ৷

রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.