আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বন্ধু রাষ্ট্রের নানা ধরনের মত থাকতে পারে ৷ কিন্তু কে এসে কী বলে গেল সেটা বড় বিষয় নয় ৷ তবে তাদের মধ্যে ভিন্ন কোনো মত নেই ৷ সবাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কথাই বলছেন ৷
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ৷
শিক্ষামন্ত্রী বলেন, আমরা মনে করি না, আমাদের নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা আছে ৷ এখানে ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই ৷ যথাসময়ে ও যথানিয়মে, আইন-কানুন মেনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ৷
দীপু মনি আরও বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষাব্যবস্থার উন্নয়ন হচ্ছে, যা সামগ্রিকভাবে দৃশ্যমান হবে ৷
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌরসভার মেয়রসহ অনেকেই উপস্থিত ছিলেন ৷