সরকার পতনের এক দফা আন্দোলন বাস্তবায়নে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি ৷
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টা থেকে রাজধানীর গাবতলী থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয় ৷
পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ৷
এর আগে পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখেন ৷
রাজধানীর বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায় ৷ অন্যদিকে সমমনা ৩৬টি দল ঢাকার বিভিন্ন এলাকায় অভিন্ন কর্মসূচি পালন করবে ৷
আজ দেশের সব মহানগর ও জেলা পর্যায়েও পদযাত্রা করবে বিএনপি ৷