খবরের চোখ
সব সময়

মায়ামিতে অভিষেক ম্যাচে মেসির চমক

0

- Advertisement -

ইন্টার মায়ামিতে অভিষেকেই চমক দেখালেন লিওনেল মেসি ৷ ম্যাচের শেষ সময়ে দারুণ এক ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন এই বিশ্বকাপজয়ী তারকা ৷ ইন্টার মায়ামি এই জয়ের মধ্য দিয়ে জয়খরা কাটালো ৷ লিগ কাপের ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে দলটি ৷

- Advertisement -

শনিবার (২২ জুলাই) আজুলের বিপক্ষে পিএনকে স্টেডিয়ামে শুরু থেকে ছিলেন না মেসি ৷ তিনি মাঠে নামেন বদলি হিসেবে ৷ ৫৪ মিনিটে বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ৷ তখন ১-০ গোলের লিড ছিল ইন্টার মায়ামির ৷ কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল ৷

ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচে ইন্টার মায়ামিকে জয় এনে দেন মেসি ৷ অতিরিক্ত সময়ের যোগ করা মিলিয়ে জয়সূচক গোলটি করেন মেসি ৷ এরফলে ৬ ম্যাচ পর জয়ে ফিরল ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.