খবরের চোখ
সব সময়

জনগণের অংশগ্রহণ মানেই অংশগ্রহণমূলক নির্বাচন: প্রধানমন্ত্রী

0

- Advertisement -

আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার কাছে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে জনগণের অংশগ্রহণ ৷

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কি উদ্যোগ নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷

প্রধানমন্ত্রী বলেন, অংশগ্রহণটা কার অংশগ্রহণ? আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ ৷

- Advertisement -

তিনি আরও বলেন, জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা নির্বাচিত হবে, জয়ী হবে তারা সরকারে আসবে ৷

সরকার প্রধান বলেন, আমার একটাই কথা, আমি জনগণের জন্য কাজ করি, জনগণের জন্য আছি ৷ জনগণের কল্যাণ করাটাই আমাদের লক্ষ্য ৷ আর সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি ৷

তিনি আরও বলেন, আমার মাথায় আমার বাংলাদেশ আছে, বাংলাদেশের মানুষ আছে, মানুষের কল্যাণে কি করব ওটাই চিন্তা করি ৷ বাপ-মা ভাই-বোন সব হারিয়েছি ৷ যতক্ষণ আছি দেশের জন্য কাজ করে যাব ৷
(ছবি পিআইডির)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.