প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশের যান চলাচলের জন্য উদ্বোধন করবেন ৷
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আক্তার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৷
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন করবেন ৷
উদ্বোধনের পরের দিন বিমানবন্দর- ফার্মগেট অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানান প্রকল্প পরিচালক ৷
প্রকল্প পরিচালক জানান, এই অংশের দৈর্ঘ্য প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার ৷ বোর্ডিংয়ের জন্য ১৫টি র্যাম্প রয়েছে ৷ এরমধ্যে বনানী ও মহাখালীতে দুটি র্যাম্প আপাতত বন্ধ থাকবে ৷ এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় ৬০ কিলোমিটার ৷
তিনি আরও জানান, সাইকেল এবং পথচারীদের এক্সপ্রেসওয়েতে চলাচল করতে দেওয়া হবে না ৷ মোটরবাইক এখনই চলতে পারবে না ৷