নতুন সিনেমা পায়েল’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আশনা হাবিব ভাবনা ৷ এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি ৷
সিনেমাটি নির্মাণ করছেন রায়হান খান ৷
শনিবার (০২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন অভিনেত্রী ভাবনা ৷
ভাবনা বলেন, সিনেমাটিতে কোনো আইটেম গানে হাজির হচ্ছেন না তিনি ৷
ভাবনা ভেরিফায়েড ফেসবুকে লেখেন, আমি কোনো আইটেম গানে হাজির হইনি ৷
এই সিনেমাটিতে আমি পায়েল চরিত্রে হাজির হবো ৷ সিনেমার একটি গানে আমি নেচেছি ৷ নৃত্যশিল্পী হিসেবে অবশ্যই এটা আমার জন্য আনন্দের যে কোনো সিনেমাতে আমি প্রথমবারের মতো নাচতে পারলাম ৷
সিনেমাটির গান প্রসঙ্গে ভাবনা বলেন, এটা আসলে আইটেম গান না ৷ একটি যৌনপল্লীর চরিত্রের জন্য কাজটি করতে হয়েছে ৷ স্ক্রিপ্টে আছে এই গান ৷
সিনেমায় আমার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রের জন্যই এই গানটি শুট করা ৷ আমি মনে করি একজন অভিনয়শিল্পীর কাজ হচ্ছে দর্শকের সামনে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হওয়া ৷ তাই যেকোনো চরিত্র নিয়েই আমি উপস্থিত হতে পারি ৷
পায়েল সিনেমায় ভাবনা ছাড়া আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে ৷ এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন তানিয়া আহমেদ ৷