অবৈধ সরকারের পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে টানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ৷ যা শুরু হচ্ছে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ৷
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার ঢাকা জেলার জিঞ্জিরা- কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ করবে বিএনপি ৷ এরমধ্যে কেরানিগঞ্জের সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান ৷ টঙ্গীর সমাবেশে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী ৷
একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভৈরব -ব্রাক্ষ্মণবাড়িয়া- হবিগঞ্জ -মৌলভীবাজার -সিলেটে রোডমার্চ করবে দলটি ৷ এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী ৷
শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগরে যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ যাত্রাবাড়ীতে অতিথি হিসেবে থাকবেন মির্জা আব্বাস ও ড. মঈন খান ৷ উত্তরায় উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৷
২৩ সেপ্টেম্বর বরিশাল -পিরোজপুর- পটুয়াখালীতে রোডমার্চ করবে বিএনপি ৷ এতে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ৷
এছাড়াও ২৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ৷