চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবনে চলছিল কলহ ৷ রাজ-পরীর দুজনের ঘনিষ্ঠজনরা এতোদিন বলছিলেন, রাজ-পরীর বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা ৷
সেই সময় ঘনিয়ে এসেছিল ১৮ সেপ্টেম্বর ৷ এদিনই ভেঙেছে আলোচিত জুটি রাজ-পরীর সংসার ৷ ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন পরীমনি ৷
পরীমনি অভিনেতা শরিফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন ৷ তালাকের সেই কপি এখন গণমাধ্যমের হাতে ৷
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে রাজ-পরীর বিয়ের আনুষ্ঠানিকতা হয় ৷