খবরের চোখ
সব সময়

কাশ্মীর নিয়ে সৌদির বক্তব্যে দিল্লির অস্বস্তি

0

- Advertisement -

সৌদি আরবের সাথে সমীকরণ বদলেছে ভারতের ৷ সম্প্রতি ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের সময়ে দু’দেশের আটটি চুক্তি হয়েছে ৷ প্রস্তাবিত ভারত-পশ্চিম এশিয়া -ইউরোপ আর্থিক করিডরেও অংশীদার সৌদি আরব ৷

কিন্তু কাশ্মির নিয়ে পুরনো অবস্থান বদলানোর ইঙ্গিত দিচ্ছে না রিয়াদ; বরং জাতিসংঘে ও ওআইসি গোষ্ঠীভূক্ত দেশগুলোর কাশ্মির সংক্রান্ত বৈঠকে কাশ্মির নিয়ে মুখ খুলে ভারতকে অস্বস্তিতে ফেলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ৷

তিনি কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টার কথা বলায় দিল্লির অস্বস্তি আরো বেড়েছে ৷

জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন ফয়সাল ৷ ২০ সেপ্টেম্বর সেখানে ওআইসি গোষ্ঠীভূক্ত দেশগুলোর কাশ্মির বৈঠকে যোগ দেন তিনি ৷

- Advertisement -

ওই বৈঠকে ফয়সাল বলেন, কাশ্মির এশিয়ার ওই এলাকার নিরাপত্তার পক্ষে একটি বড় চ্যালেঞ্জ ৷ সৌদি আরব সবসময়ই ওই সমস্যা মেটাতে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে ৷

তার বক্তব্য মুসলিম সম্প্রদায়ের সদস্যদের নিজেদের পরিচিতি রক্ষার লড়াইয়ে সৌদি আরব সবসময়ই তাদের পাশে রয়েছে ৷ কাশ্মির সমস্যার সমাধান হওয়া উচিত ৷

ওই বৈঠকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস গিলানি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতির কথা কাশ্মির সংক্রান্ত বৈঠকে তুলে ধরেন ৷

সূত্র: আনন্দবাজার

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.