বিশ্বকাপের শুরুটা দারুণ করলেও দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে ৷ ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠানোর পর রানের ফোয়ার থামাতে পারছিল না টাইগার বোলাররা ৷
যদিও শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং দেখা যায় ৷ তবে শেষ ১০ ওভারে বেশি সময়ক্ষেপণ করে জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানের দলের৷
ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ৷ ব্যাট করতে নেমে দলটিকে ৩৬৫ রানের বড় সংগ্রহ ছুঁড়ে দেয় মালান- বেয়ারস্টোরা ৷
এই লক্ষ্য তাড়া করতে বাংলাদেশ ২২৭ রানের বেশি করতে পারেনি ৷ হারতে হয়েছে ১৩৭ রানের বড় ব্যবধানে ৷
নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা করা হয় ৷ তা-ই করা হয়েছে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সিদ্ধান্তে ৷ এই জরিমানা অবশ্য মেনে নিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান ৷ তাই প্রয়োজন পড়েনি কোনো আনুষ্ঠানিক শুনানির ৷