খবরের চোখ
সব সময়

২০২৮ ইউরোর আয়োজক যুক্তরাজ্য – আয়ারল্যান্ড

0

- Advertisement -

আগেই গুঞ্জন উঠেছিল ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ৷ ২০৩২ সালের আসর বসবে ইতালি ও তুরস্কে ৷ সেটিই এবার সত্য হলো ৷ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷

এর আগে ২০৩২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ইতালির সঙ্গে মিলে যৌথভাবে প্রস্তাব দেয় তুরস্ক ৷

- Advertisement -

একইসঙ্গে ২০২৮ সালের আসর থেকে সরে দাঁড়ায় তারা৷ এতেই দুই আসরের আয়োজক দেশ প্রায় চূড়ান্ত হয়ে যায় ৷

উভয় আসরের আয়োজক ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে আগেই নির্ধারণ হয়ে যায় ৷ তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার ৷

আগামী বছর ইউরোর ১৭তম আসর বসবে জার্মানিতে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.