খবরের চোখ
সব সময়

গাজা সংকটের জন্য আমেরিকা ও পশ্চিমারা দায়ী: পুতিন

0

- Advertisement -

অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকটের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি রুশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট শ্রেণি ও তাদের ইউরোপীয় আজ্ঞাবহরা গাজার মানবিক সংকটের জন্য দায়ী ৷

পুতিন ভাষণে বলেন, আমাদেরকে স্পষ্টভাবে একথা বুঝতে হবে যে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের দুর্দশার পেছনে কাদের হাত রয়েছে ৷ আমাদেরকে আরো বুঝতে হবে, যে কোনো গন্ডগোল কারা বাধায় এবং কারা তা থেকে স্বার্থ উদ্ধার করে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন এলিট শ্রেণি ও তাদের ইউরোপীয় বংশধররা বিশ্বব্যাপী অস্থিতিশীলতা থেকে ফায়দা লোটে ৷

- Advertisement -

রুশ প্রেসিডেন্ট আরো বলেন, গাজা উপত্যকায় এখন লাখ লাখ নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে ৷ হামলার শিকার মানুষগুলোর পালিয়ে যাওয়ার যেমন কোনো জায়গা নেই তেমনি বোমাবর্ষণ থেকে লুকিয়ে থাকার মতো কোনো আশ্রয়ও নেই ৷ এ ধরনের মানুষের ওপর পাশবিক হামলা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য নয় ৷

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচার ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত সাড়ে ৮ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন ৷ (ছবি ও খবর পার্সটুডে)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.