অভিষেকের পর থেকে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ৷ ভারতের আগে আর কোনো আসরে টানা ৬ ম্যাচ হারের লজ্জায় ডোবেনি টাইগাররা ৷ নানা নাটকীয়তায় বিশ্ব আসরের স্কোয়াডে না থাকলেও বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ৷
বড় স্বপ্ন নিয়ে ভারতে পাড়ি দিয়েছিল বাংলাদেশ দল ৷ যেখানে দেশের মানুষ অনেক আশা করেছিল ৷ আফগানিস্তানের বিপক্ষে আসরটা শুরুও করেছিল দাপুটে জয়ে ৷ কিন্তু এরপর পুরো জাতিকে হতাশ করেছে টাইগাররা ৷ টানা ৬ ম্যাচ হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ দল ৷
ফিটনেস জটিলতা, ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব, নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিম ইকবালের ৷ কিন্তু সেটা নিয়ে আক্ষেপ নেই তার ৷ বরং বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন তামিম ৷ খেলতে যাওয়া ১৫ জন ক্রিকেটারের পাশে থাকার আহবানও জানিয়েছেন তিনি ৷
ফিটনেস জটিলতা, ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্ব, নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। কিন্তু সেটা নিয়ে আক্ষেপ নেই তার। বরং বাজে সময় পার করা দলের জন্য সমর্থন ও ভালোবাসা চেয়েছেন তিনি। খেলতে যাওয়া ১৫ জন ক্রিকেটারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।