আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না ৷
শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ৷ এ সময় আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ৷
সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে ২৮ অক্টোবর ৷ সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্ন নেই ৷ বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য ৷
তিনি আরো বলেন, ২৮ অক্টোবর সমাবেশের নামে বিএনপি – জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ৷ তাদের হাত থেকে সাংবাদিকেরাও রক্ষা পায়নি ৷