খবরের চোখ
সব সময়

দিনে গরম রাতে শীত কিশোরগঞ্জে শীতের আগাম হাতছানি

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

- Advertisement -

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দিনে গরম থাকলেও সন্ধার পর পরেই শীতের হাতছানি লক্ষ করা যাচ্ছে। সন্ধা হলে মোটা কাপড় গায়ে পড়তে হচ্ছে। রাত যত গভীর হচ্ছে শীতে মাত্রা একটু ততো বেশী হচ্ছে। শীতের আগমনি বার্তা জনমনে হাতছানি দিচ্ছে।
কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে এখনো পুরোদমে শীত না এলেও শীতজনীত রোগের প্রাদৃর্ভাব দেখা দিয়েছে। শিশুদের শীতজনীত রোগ সর্দীজ¦র,কাশি,নিউমোনিয়া,ডায়রিয়া,বমিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের পাশাপাশি বয়স্ক ব্যক্তিরা তারাও শীতজনিত রোগে ভুগছেন। বয়সজ্যোষ্ঠ মানুষ গুলোর মধ্যে বেশীর ভাগ কোমরের ব্যথা ও শুকনো কাশি লক্ষ করা যাচ্ছে।

জানাগেছে অন্যান্য জেলার তুলনায় হিমালয়ের পর্বতের নিকটবর্তী জেলা নীলফামারী সে কারনেই অন্যান্য জেলার তুলনায় আগাম শীতের আগমনি বার্তা পাওয়া যাচ্ছে। জানাগেছে অন্যান্য বছরের তুলনায় এ বছরে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রচুর পরিমানে বৃষ্টিপাত হয়েছে যার ফলে শীত এ বছরে হয়তো বা একটু কম হবে। খনার বচন দিয়ে উদাহরণ দিতে হয় “ঊন বর্ষায় দুনো শীত” সেই তুলনায় এ বছরে বৃষ্টি বেশী হয়েছে তাই শীত কম হবে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.