সরকার সালাহউদ্দীন সুমন, বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে দেবরের ছোঁড়া এসিডে ঝলসে গিয়ে ভাবি মেরিনা (৩৪) হাসপাতালে ছটফট করছে। মেরিনা উপজেলার সদর ইউনিয়নের কামার পাড়ার আব্দুল মজিদের স্ত্রী।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী নারী মেরিনা নিজে বাদী হয়ে রোববার (১২ নভেম্বর) আব্দুল ওয়াদুদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মেরিনার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। এরই জের ধরে শনিবার দুপুরে বাড়ির পাশের দোকানে পান খেয়ে বাড়ি ফেরার পথে তার দেবর আব্দুল ওয়াদুদ লুকিয়ে টিনের বেড়ার উপর দিয়ে এসিড নিক্ষেপ করেন।
এসিড নিক্ষেপের সাথে সাথে মেরিনার শরীর দগ্ধ হয়ে মাটিতে কাতরাতে থাকে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসিডে মেরিনার ডান চোখ, হাত,পাজর অনেকটা ঝলসে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা: তাসলিমা সিদ্দিকা রেখা বলেন, এসিডে তার ডান চোখের গুরুতর সমস্যার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।