খবরের চোখ
সব সময়

নীলফামারীতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আওয়ামী লীগ নেতা

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

নীলফামারীর জলঢাকায় সিরাজুল বসুনিয়া( ৬০) নামে এক ব্যাক্তি শটগানের গুলিতে আহত হয়েছেন।

শুক্রবার(১৭ নভেম্বর) সকালে কৈমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

সিরাজুল ইসলাম কৈমারী বাজার এলাকার মৃত আফজার বসুনীয়ার ছেলে ও কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ও তার ভাই সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সকালে তাদের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে বড় ভাই সাইদুল বসুনীয়া ঘর থেকে নিজের লাইসেন্সকৃত শটগান দিয়ে গুলি ছোড়েন। এসময় ছোট ভাই সিরাজুল বসুনীয়া বুকের ডান দিকে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এ বিষয়ে জলঢাকা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলমের মুঠোফোন যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.