খবরের চোখ
সব সময়

সৈয়দপুরে ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

নীলফামারীর সৈয়দপুরে ডোবা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

রবিবার( ১৯ নভেম্বর) সকালে বাইপাস সড়কের ভাটার মোড় এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, কয়েকদিন ওই বৃদ্ধাকে বাইপাস সড়ক এলাকায় ভিক্ষা করতে দেখা গেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে স্থানীয়রা ডোবায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইফুল ইসলাম বার্তা২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে থানায় ইউডি মামলা করা হয়েছে।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.