সরকার সালাহউদ্দীন সুমন বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর সদরে ট্রেনে কাটা পড়ে আকবর আলী (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে সদরের গাজবাড়ী নামক জায়গায় বরেন্দ্র ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার বৃদ্ধার মৃত্যু হয়। আকবর আলী পৌর এলাকার বারই পাড়ার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায়, আকবর আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার ট্রেনে আত্মহত্যার চেষ্টা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।