খবরের চোখ
সব সময়

কিশোরগঞ্জে শিশু সুরক্ষায় ও যুব ফোরামের নেতৃত্ব বিকাশ বিষয়ক ৩দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

- Advertisement -

উন্নত জাতি বিনির্মানে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠনে নীলফামারীর কিশোরগঞ্জে শিশুদের সুরক্ষায় শিশু ও যুব ফোরামের নেতৃত্বের বিকাশ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ এপি,ওয়াল্ড ভিশন বাংলাদেশের আয়োজন টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে ২২ থেকে ২৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির ৫ টি কর্ম এলাকার ৬টি ইউপির যুব ফোরাম ও শিশু ফোরামের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এসময় তাদের নেতৃত্ব বিকাশের নানা দিক তুলে ধরে পৃথক পৃথক ভাবে প্রশিক্ষণ প্রদান করেন,উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন,যুব উন্নয়ন অফিসার আব্দুর রহীম মিয়া,এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার স্বপন কিসপট্টা,জন কেনেডি ক্রুশ,নেলসন সরেন,জেফিরাজ দোলন কুবি,আনোয়ার হোসেন,স্পনসরশিপ ও শিশু সুরক্ষা অফিসার লরেন্স সঞ্জয় মল্লিক,লাইভস্টক অফিসার মনি দিও প্রমুখ।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.