আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা যাচাইয়ের জন্য আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন ৷
প্রধানমন্ত্রী বলেন, কে কতদূর দৌঁড়াতে পারেন এবং জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় তা জানতে আসুন নির্বাচনে অংশগ্রহণ করি ৷
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে নগরীর তেজগাঁওস্থ এলাকায় দলের ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে প্রধানমন্ত্রী তাঁর সূচনা বক্তব্যে এসব কথা বলেন ৷
তিনি আরো বলেন, নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে ৷
প্রধানমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করবেন না ৷ যদি তা করেন, তাহলে এর পরিণতি কারো জন্য ভালো হবে না ৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য রাজনৈতিক দলকেও আগামী নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়েছেন ৷
(ছবি সংগৃহীত)