দেশে ২৫ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক ৷ আর ডলার সরবরাহে সংকট নেই বলেও জানিয়েছেন তিনি ৷
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি ৷ মেজবাউল বলেন, দেশে ডলারের সরবরাহে সংকট নেই ৷ ব্যাংকগুলোর চাহিদার তুলনায় বাড়তি ডলার কেনা আছে ৷
তিনি বলেন, চাহিদা ও জোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার ৷ আর দেশের অর্থনীতি আছে স্থিতিশীল অবস্থায় ৷
এদিন থেকেই ডলারের দাম ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ৷ তারা আশা করছেন, চলমান ধারা অব্যাহত থাকলে ডলারের দাম আরো কমে আসবে ৷
ডলারের দাম কমানোর সিদ্ধান্ত যৌক্তিক উল্লেখ করে নির্বাহী পরিচালক বলেন, বৈদেশিক মুদ্রার দাম বাজারের চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে ৷
গত কয়েকমাসে বাংলাদেশ ব্যাংক তা মনিটরিং করছে ৷
পণ্য আমদানিতে কেউ মূল্য নিয়ে কারসাজি করে কি না, কিংবা বিলাস পণ্য আসছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি ৷