প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুলের শুনানির তারিখ আগামী ৩ জানুয়ারি ধার্য করেছে হাইকোর্ট বিভাগ ৷
রবিবার (১৭ ডিসেম্বর) মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির এ তারিখ ধার্য করেন ৷
গত ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বিভাগ ৷ এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয় ৷
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রধান বিচারপতির বাসভবনে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়৷ এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয় ৷ গত ২৯ অক্টোবর ফখরুলকে গ্রেপ্তার করা হয় ৷