সিনিয়র রিপোর্টার:
দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে ৷ গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন ৷
শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন ৷ একই সময় ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪ জন ৷
চলতি মাসের প্রথম ১২ দিনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৬৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন ও ঢাকার বাইরে ৩৯৫ জন ৷ আর ডেঙ্গুতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে ৷
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ মারা গেছেন ১ হাজার ৭০৫ জন ৷ ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন ৷