গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না ৷ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ৷ এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে, খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ৷
রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷
সরকার প্রধান বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল ফোন, সব জায়গায় সিসি ক্যামেরা আছে ৷ যারা এই কাজগুলো (জ্বালাও-পোড়াও) করছে তাদের খুঁজে বের করা হবে ৷ ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে ৷ যারা জ্বালাও-পোড়াওয়ের জন্য হুকুম দিয়েছে, তাদেরও আমরা গ্রেপ্তার করছি ৷ আর কেউ যেন এ ধরনের জঘন্য কাজ করতে না পারে, এটাই আমরা চাই ৷
তিনি আরও বলেন, আমাদের সামনে অনেক কাজ, আমরা যে কাজগুলো করে ডিজিটাল বাংলাদেশ করেছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, এটাকে আমাদের টেকসই করতে হবে ৷ এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ৷
শেখ হাসিনা বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, শক্ত একটি ঘাঁটি আছে বলেই যেকোনো ষড়যন্ত্র আমি মোকাবিলা করতে পারি ৷ আপনারা আমার শক্তি ৷ টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার মানুষই আমার বড় শক্তি ৷ বাংলাদেশের জনগণ আমার শক্তি ৷ আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ৷
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে, বাংলাদেশেও জিনিসের দাম বেড়েছে ৷ আমাদের দেশের মানুষের খাবারের যাতে অভাব না হয়, সেই ব্যবস্থা আমাদের নিজেদের করতে হবে ৷