চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধবিরতির আহবান জানিয়েছেন ৷
রোববার গাজা যুদ্ধের ১০০তম দিনে তিনি এ আহবান জানান ৷
কায়রোতে মিসরিয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সাথে এক সংবাদ সম্মেলনে শীর্ষ চীনা কূটনীতিক বলেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন, সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জোর দেয়া প্রয়োজন, যার রাজধানী ছিল পূর্ব জেরুজালেম ৷
দুই মন্ত্রীর এক যৌথ বিবৃতিতে ‘সকল সহিংসতা, হত্যা ও বেসামরিক এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা’ অবিলম্বে বন্ধ করার আহবান জানানো হয়েছে ৷
শোকরি এবং ওয়াং ‘ইসরাইলি’ দখলদারিত্বের অবসান ও একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায্য, বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে পেতে শান্তির জন্য একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের আহবান জানিয়েছেন ৷
সূত্র: আল জাজিরা