সিনিয়র রিপোর্টার:
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টাসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
সোমবার (জানুয়ারি ১৫) প্রথম বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় ৷
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে ৷
বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ৷
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয় ৷ এ ছাড়া প্রধানমন্ত্রী তার তরফ থেকে মন্ত্রীদের কিছু নির্দেশনা দিয়েছেন ৷
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির কথা বলেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়ে দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে ৷ সব মন্ত্রনালয়কে একই নীতি অনুসরণ করতে বলেছেন তিনি ৷
(ছবি সংগৃহীত)