সরকার সালাউদ্দীন সুমন:
একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ শেষে মুক্তি পেয়ে উপার্জনের জন্য একটি চার্জার ভ্যান পেয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার লেবু মিয়া(৫১)তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলা কারাগারে সমাজসেবা অধিদপ্তর এর অধীন অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি,নীলফামারী কর্তৃক পরিচালিত কারাবন্দীদের ৩ মাস ব্যাপী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং” ট্রেড প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব পঙ্কজ ঘোষ।উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত এক কারাবন্দীর কাছে সমাজসেবা অধিদপ্তর এর পক্ষ থেকে দেয়া অটো ভ্যানগাড়ির চাবী তুলে দেন।
সমাজ সেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের এই চার্জার ভ্যান প্রদান করা হয়। গত ৪জানুয়ারী যাবজ্জীবন সাজা শেষে জেল হতে মুক্তি পান লেবু মিয়া। এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।