খবরের চোখ
সব সময়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান সুজন

0

- Advertisement -

সরকার সালাউদ্দিন সুমন:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার শুরু হয়েছে উপজেলা নির্বাচনের হাওয়া। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন।

সেই লক্ষ্যে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন । জেলার ৬টি উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার- ব্যানার শোভা পাচ্ছে।

তবে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পর এবার ভাইস – চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে নবীন-প্রবীণ একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় নবীন প্রার্থী হয়ে ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ ও যুবসমাজের প্রিয় ব্যক্তিত্ব মোঃ সিদ্দিকুর রহমান সুজন ।

- Advertisement -

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার খবরে এলাকার তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে নানান উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সুজনকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি।

ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান সুজন বর্তমানে মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে কমিটিতে রয়েছেন। আই, ইউ, বিটি ইউনিভারর্সিটি থেকে (বি,এস,এজি) কমপ্লিট করেছেন ৷ পেশায় ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী হওয়ায় সকল শ্রেনীর লোকের সাথে রয়েছে তার সু সম্পর্ক। অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ছুটেছেন মানুষের আপদে বিপদে। আর এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষেই তাকে ভালো চোখে দেখেন।

নিজের প্রার্থীতার বিষয়ে সিদ্দিকুর রহমান সুজন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ এবং এসডিজি ২০৪১ বাস্তবায়নে তিনি দৃড় অঙ্গিকারবদ্ধ।

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস – চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলতে চাই। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.