রানু মিয়া, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের মোংলা কুটি হকবাজার জামে মসজিদের নির্মাণাধীন মেহরাব ভেঙ্গে ফেলেছে জিল্লুর রহমান নামের এক ব্যক্তি।এ নিয়ে অত্র এলাকায় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মোংলাকুটি মৌজাস্থ ২৭২৮ নাম্বার দাগের চারশতক জমিতে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক ৩ বছর পূর্বে।ছয়মাস পূর্বে স্থানীয় আব্দুল হকের ছেলে জিল্লুর রহমান মসজিদের নির্মাণাধীন অংশ তার ব্যক্তিগত সম্পত্তিতে পড়েছে মর্মে বিরোধ সৃষ্টি করে মুসল্লিদেরকে মসজিদকে স্বাধীনভাবে নামাজ পড়তে দেবে নাহ বলে হুমকি ধামকি প্রদান করিতে থাকে।তারই অংশ হিসেবে রবিবার (৪ ফেব্রুয়ারি) আনুমানিক ২.৩০ ঘটিকায় ধারালো লোহার সাবল হাতে নিয়ে মসজিদে প্রবেশ করে নির্মাণাধীন মেহরাব ভেঙ্গে ফেলে ও ভাংচুরকৃত মেহরাবের ৬০০ ইট তার বাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায় মেহরাব ভাঙ্গার সময় জিল্লুর রহমানকে নিষেধ করলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও তার হাতের ধারালো ছাবল দিয়ে আক্রমণ করতে উদ্যত হওয়ায় সামনে গিয়ে সরাসরি কেউ বাঁধা দেয়ার সাহস পায়নি।
মসজিদে মেহরাব ভাঙ্গার ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার ও কৈকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম।
মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন জানান,গত ছয় মাস থেকেই দুষ্কৃতকারী জিল্লুর রহমান মসজিদ নির্মাণ বাধাগ্রস্ত করার পায়তারা করে আসছে।তারই অংশ হিসেবে মসজিদের মেহরাব ভেঙ্গে ফেলেছে।আমাদের মুসলমানদের কলিজায় আঘাত করেছে।আমরা তার শাস্তি চাই।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান,এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।