খবরের চোখ
সব সময়

কিশোরগঞ্জে এস-২ আর ক্যানেল খুড়তে গিয়ে ফসলসহ আবাদী জমির ক্ষতি

জমির মালিকদের ক্ষতিপুরণের দাবী

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলায় এস-২ ক্যানেল খুড়তে ফসলসহ কয়েক একর আবাদী জমি ফসলসহ নষ্ট করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোড (বাপাউবো) কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মুল ক্যানেল থেকে এস-২ আর সাইড ক্যানেল ভেকু মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে ঘুরে আসছে। ক্যানেলের পাড়ি বান্ধার জন্য পাশের আবাদি জমির খুড়ে মাটি তুলেছে। এতে করে ওই এলাকার কয়েক একর জমিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষাকাল আসলে গর্ত গুলো পানি জমবে এবং মাটি ভরাট ছাড়া এসব গর্ত ভরাট করা সম্ভব নয়।

- Advertisement -

জমির মালিক মাগুড়া কাঠালতলী এলাকার বাবলু মিয়া সহ অন্যান্য এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এস-২ আর সাইড ক্যানেল খোড়ার সময় পাড়ি বান্ধিতে মাটি না পাওয়ায় আমাদের জমি গুলো খুড়ছে আমরা বাধা দিলে তেনারা জানান এগুলো একোয়ার সম্পত্তির কথা বলে গায়ের জোরে জমির গুলো ঘুড়ে বড় বড় গর্তের সৃষ্টি ও কিছু কিছু জায়গায় জমিতে লাগানো রোয়ার গাছ নষ্ট করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ (বাপাউবো)। সংশ্লিষ্ট জমির মালিরা ক্ষতিপুরনের দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে সৈয়দপুর পওর বিভাগ, বাপাউবো, সৈয়দপুর, নীলফামারী নির্বাহী প্রকৌশলী, মেহিদী হাসান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি দেখতেছেন বলে জানান।
মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, কৃষকের ক্ষতিপুরনসহ ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একান্ত দরকার বলে আমি মনে করি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.