পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট ১৪টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি) ৷
শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন ৷
ইমরান খানের পাশাপাশি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও ১৪ মামলায় জামিন দেয়া হয়েছে ৷
পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
জিও নিইজ জানিয়েছে, পিটিআইয়ের আইনজীবী শিরাজ আহমাদ আদালতে গত ৯ মে দাঙ্গার সাথে সম্পর্কিত ১৪টি মামলার জামিন আবেদন করেন ৷ এ সময় সরকার পক্ষের আইনজীবী আদালতের কাছে সময় চান ৷ কিন্তু আদালত তার আবেদন না মঞ্জুর করে ইমরান খানকে জামিন দিয়ে দেন ৷ একই মামলায় দলটির জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও জামিন দেয়া হয় ৷
সূত্র জি নিউজ