অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে ‘পেয়ারার সুবাস’
সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকেই
রাশেদ মাহমুদ:
দেশের ২৭ প্রেক্ষাগৃহে ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’ ৷ এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় ৷
আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে জয়া আহসান, আহমেদ রুবেল, তারিক আনাম খান অভিনীত সিনেমাটি চলবে দেশটিতে ৷
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, HOYTS (হয়টস) Bankstown হলে এবং ১৮ ফেব্রুয়ারি (রোববার) দেখানো হবে Campbelltown এর Dumaresq (ডুমারেস্ক) Street Cinema তে ৷
সময়সূচি পেতে ভিজিট করতে হবে বঙ্গজ ফিল্মস’র ওয়েবসাইট ৷
নুরুল আলম আতিক পরিচালিত ৯২ মিনিটের এই সিনেমায় আরো রয়েছেন সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকেই ৷
সিনেমাটি মুক্তির দুদিন আগে প্রিমিয়ারে আসার ঠিক আগে গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে যান অভিনেতা আহমেদ রুবেল ৷ পরে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত্যু ঘোষণা করেন ৷
‘পেয়ারার সুবাস’ নির্মাণ সংস্থা জানিয়েছে, এই সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকেই ৷
এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’ ৷