বুলবুল আহাম্মেদ (সিনিয়র রিপোর্টার):
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট দূর করতে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি ৷ ধীরে ধীরে সংকট থেকে বেরিয়ে আসছি ৷ বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ঊর্ধ্বমুখী বলেও জানান মন্ত্রী ৷
সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী ৷
এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধি, ফ্রান্স সরকারের জলবায়ুবিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর আর্নড হেমলিয়ারস সৌজন্য সাক্ষাৎ করেন ৷
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা নির্দিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না ৷ আমরা সবার পরামর্শ ও আইডিয়া গ্রহণ করি ৷ মন্ত্রী বলেন, আমরা রিজার্ভেও উন্নতি করছি ৷ কাজেই যেসব সমস্যা আছে তাও কেটে যাবে ৷
দ্রব্যমূল্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকের হাত থেকে পণ্য শহরে আসতে আসতে তা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায় ৷ এটা নিয়ন্ত্রণ করাটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ৷ এ সমস্যা দূর করতে আমরা চিন্তা-ভাবনা করছি ৷ (ছবি সংগৃহীত)