মো. মারুফ শাহ (সিনিয়র রিপোর্টার):
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিনজনের আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৷ তারা হলেন আমিনুজ্জামান ফারুক, এ কে এম আকরাম হোসেন ও মোখলেসুর রহমান ওরফে তারা ৷
সোমবার(১২ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন ৷
এর আগে গত ২৪ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি)রেখেছিলেন ট্রাইব্যুনাল ৷ পরে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ৷
প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন ৷ আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আব্দুস সাত্তার ৷
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নকলা উপজেলার চারজনের বিরুদ্ধে ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত করে প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ৷একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয় ৷
২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ৷ চার আসামির মধ্যে বিচার চলাকালে এমদাদুল হক খাজা নামে এক আসামি মারা যান ৷
এছাড়া আমিনুজ্জামান ফারুক, আকরাম হোসেন ও মোখলেসুর রহমান কারাগারে আছেন ৷ মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন ৷