খবরের চোখ
সব সময়

প্রাথমিক বিদ্যালয় আর সরকারিকরণ নয়: রুমানা আলী

0

- Advertisement -

বুলবুল আহাম্মেদ (সিনিয়র রিপোর্টার):

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, নতুন করে আর প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের পরিকল্পনা সরকারের নেই ৷ দেশে প্রায় ৫১ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার নিবন্ধনের আওতায় আনছে বলেও জানান তিনি ৷

- Advertisement -

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে চট্রগ্রাম -১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে এ কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী ৷
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্ন উপস্থাপিত হয় ৷

রুমানা আলী বলেন, বর্তমানে দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫১ হাজার ২৬টি ৷ নতুন বিধিমালার আওতায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলমান ৷ তবে বেসরকারি (প্রাথমিক) শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার কোনো পরিকল্পনা সরকারের নেই ৷

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.