কিশোরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় সুজন
বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে,যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন
জেলা প্রতিনিধি,(নীলফামারী):
আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চলছে নানান জল্পনা কল্পনা আর আলোচনার সমারোহ। কে হতে পারেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের ভাইস চেয়ারম্যান।
এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার জায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান ছাত্রলীগ নেতা কিশোরগঞ্জ উপজেলার, মাগুড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো: সিদ্দিকুর রহমান সুজন (বিএসএজি) । তিনি মাগুড়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
কিশোরগঞ্জের মানুষের সেবা করার জন্যই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ উপজেলা মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ) এক সাক্ষাৎকারে এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।
সুজন বলেন, আমি অতীতে অসহায় মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করেছি যা সম্পর্কে আপনারা অনেকটাই অবগত আছেন ৷ বর্তমানে কিশোরগঞ্জের মানুষের কাছে থেকে আমি মানুষকে সহযোগিতা করতে চাই, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই ৷ কারণ আমি এই এলাকারই সন্তান, তাই এই এলাকার মানুষের সুখ দুঃখ নিজের করে ভাগাভাগি করে নিতে চাই ৷
তিনি আরো বলেন, বর্তমান সরকারের অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক বরাদ্দ আছে,যার সুষম বন্টনের জন্য সঠিক নেতৃত্বের প্রয়োজন।
এই ছাত্রলীগ নেতা তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই ৷ আমার ব্যক্তিগতভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্ম দিয়ে বেচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব,মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি ৷ আমি চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। আমি তরুণ ছাত্র যুবসমাজকে সাথে নিয়ে মাদকমুক্ত আদর্শিক সমাজ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।