রেলকেও স্মার্ট ও দক্ষ জনবল দ্বারা সাজানো হবে: রেলমন্ত্রী
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলমন্ত্রী
সরকার সালাউদ্দীন সুমন:
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছেন, রেলকে আরো স্মার্ট ও দক্ষ জনবল দ্বারা সাজানো হবে। শিগগিরই শূন্যপদে নিয়োগ প্রদানসহ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ৷
তিনি আরো বলেন, রেলের বেহাত হওয়া জমি দুর্বৃত্তদের কবল থেকে দখলমুক্ত করা হবে । এ কারখানায় অবসর জনিত কারণে দিনদিন জনবল কমেছে। ২ হাজার ৮ শত ৫৯ জনবলের বিপরীতে কাজ করছেন ৮৬০ জন। একই অবস্থা বিরাজ করছে রেলওয়ে সেতু কারখানাতেও।
অথচ অতীতে এ কারখানায় রেলসেতুর গার্ডার তৈরি হতো। তাই সেতু কারখানাকে আগের অবস্থায় ফেরাতে আন্তরিকভাবে কাজ করছি । সরকার গঠন করার পর প্রথম সৈয়দপুর রেল কারখানা পরিদর্শন করলেন মন্ত্রী।