খবরের চোখ
সব সময়

সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ১০ টাকা

0

- Advertisement -

অর্থনৈতিক প্রতিবেদক:

- Advertisement -

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ৷ আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকার ভোজ্য তেলের ওপর থেকে আমদানি কর পাঁচ টাকা কমিয়েছে ৷ এখন রমজান সামনে রেখে আপনারাও পাঁচ টাকা ছাড় দেন ৷ বাণিজ্য প্রতিমন্ত্রীর এ প্রস্তাবের সঙ্গে ব্যবসায়ী নেতারা একমত পোষণ করেন ৷
সভা শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমবে ৷ পবিত্র ঈদুল ফিতরের পর নতুন দাম নির্ধারণ করা হবে ৷
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৭৩ টাকায় ৷ দাম কমার পর ১ মার্চ থেকে তা বিক্রি হবে ১৬৩ টাকায় ৷ আর খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.