সাজেদুল ইসলাম লুলু( স্টাফ রিপোর্টার) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন রমজান মাসে কোনো জিনেসের অভাব হবে না ৷ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ৷
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে জার্মানি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রমজানে কোনো জিনিসের অভাব হবে না ৷ ইতোমধ্যে সমস্ত ব্যবস্থা করা আছে ৷ এখন এটা নিয়ে অনেকে কথা বলবে ৷ কিন্তু কোনো অসুবিধা হবে না ৷
সরকার প্রধান বলেন, রমজানে যে জিনিসগুলো বেশি দরকার যেমন ছোলা, খেজুর, চিনিএগুনো পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা আছে ৷
কাজেই এটা নিয়ে কোনো সমস্যা হবে না ৷ এ ব্যবস্থা আমি করে রেখেছি অনেক আগে থেকেই ৷
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম ৷