খবরের চোখ
সব সময়

সিয়ামের নায়িকা হলেন ইধিকা পাল

0

- Advertisement -

রাশেদ মাহমুদ:

- Advertisement -

বাংলাদেশের আলোচিত ও জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের সঙ্গে বাঁধছেন ওপার বাংলার অভিনেত্রী ও প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ৷ সিনেমাটির নাম ‘সিকান্দার ‘ ৷

সিনেমার পরিচালক তামিম রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ৷
তিনি বলেন, দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে ৷ গল্প শুনেছেন ৷ কাজটি করার জন্য দুজনেই সম্মতি জানিয়েছেন ৷ শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন ৷ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের ৷
তিনি আরও বলেন, সিকান্দার নির্মিত হবে সংকটের গল্প নিয়ে ৷ যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন ৷ চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.