আদালত প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদ থেকে বিচারপতির আসনে পানি পড়ায় সাময়িক সময়ের জন্য বিচার কাজ বন্ধ ছিল ৷ কিছু সময় পরে আসন স্থানান্তর করে বিচার কাজ শুরু হয় ৷
এরপর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কার কাজের উদ্যোগ নেন ৷
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আপিল বিভাগে বিচার কাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনায় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান ৷
১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচার কাজ ৷ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা এসে আসনটি সরিয়ে নেন ৷ এরপর আবার বিচার কাজ শুরু হয় ৷
এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত ৷
তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবেন ৷