খবরের চোখ
সব সময়

যত জঙ্গি ধরেছি, একজনও মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

0

- Advertisement -

স্টাফ রিপোর্টার:

জঙ্গিবিরোধী অভিযানে আমরা যত জঙ্গি ধরেছি, তার মধ্যে একজনও মাদ্রাসার ছাত্র নন ৷ বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বীনি সেবা ফাউন্ডেশন আয়োজিত আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন ৷

কামাল বলেন, জঙ্গিবিরোধী অভিযানে আমরা যত জঙ্গি ধরেছি, তার মধ্যে একজনও মাদ্রাসার ছাত্র ছিলেন না ৷ তারা সম্ভ্রান্ত পরিবারের ও অন্য ব্যাকগ্রাউন্ডের মানুষ ৷

- Advertisement -

তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদ উগ্রবাদিতা সৃষ্টি হয়েছিল ৷ আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলাম ৷ ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সে সময় আপনাদের নিয়ে কাজ করেন ৷
ইসলামে যে মানুষ হত্যার স্থান নেই, এ বিষয়ে তিনি আপনাদের দিয়ে জায়গায় জায়গায় সভা করেছেন ৷ তখন আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম ৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমদের ইতিহাস গৌরবোজ্জ্বল ৷ জ্ঞানে-বিজ্ঞানে মুসলিমরা ছিলেন অন্যন্য ৷ আমরা সবাই যদি একত্রে থাকি, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবো ৷

এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয় ৷
মুফতি মুহাম্মাদ আবুল বাশার নোমানি সভাপতিত্ব করেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.