স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবেন ৷
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান ৷
সেতুমন্ত্রী বলেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা পরিষদ নির্বাচনের বিরোধিতা করলেও আমার জানামতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন ৷
উপজেলা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৷