খবরের চোখ
সব সময়

তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0

- Advertisement -

চলমান তাপপ্রবাহের কারণে ২৫ এপ্রিল পর্যন্ত দেশের প্রাইমারি, হাইস্কুল, কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ আজ শনিবার (২০ এপ্রিল) এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ৷
শিক্ষামন্ত্রী বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ এপ্রিল স্কুল – কলেজ খুলবে ৷

- Advertisement -

একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান এক বিবৃতিতে জানায়, তীব্র তাপদাহের কারণে প্রাথমিক স্কুলের ছুটি ২১ এপ্রিলের পরিবর্তে ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে ৷ ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি স্কুল, শিশুকল্যাণ ট্রাস্টের স্কুলগুলো ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত স্কুল ছুটি থাকবে ৷ ২৬ ও ২৭ এপ্রিল সাপ্তাহিক ছুটি ৷ ২৮ এপ্রিল রোববার থেকে স্কুল -কলেজ খুলবে ৷

এতে জানানো হয়, দেশজুড়ে বহমান তাপদাহের দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নজর রাখছে ৷ পরিস্থিতি বিবেচনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.