খবরের চোখ
সব সময়

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে হামাস নেতা হানিয়ার সাক্ষাৎ

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া তুরস্কে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ৷ শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেই তুরস্কে ছুটে যান ৷

- Advertisement -

সেখানে শনিবার এরদোয়ানের সঙ্গে তার প্রায় আড়াই ঘন্টাব্যাপী বৈঠক হয় ৷ তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোয়ান গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং ওই উপত্যকায় ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন ৷

এ সময় এরদোয়ান দাবি করেন, তিনি ফিলিস্তিনি জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷
এরদোয়ান আরও বলেন, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরাইলের যে উক্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গাজাবাসীর দুর্দশা থেকে মনোযোগ অন্যদিকে চলে যেতে দেয়া ঠিক হবে না ৷ এতে ইসরাইল লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন ৷

এরদোয়ান এমন সময় ফিলিস্তিন ও গাজাবাসীর পক্ষ নেয়ার দাবি করলেন যখন গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা সত্ত্বেও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রেখেছে তুরস্ক ৷ এমনকি তেল আবিবের সঙ্গে পূর্ণ মাত্রায় অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন চালিয়ে ইসরাইলকে বেঁচে থাকতে সহযোগিতা করে যাচ্ছে এরদোয়ান সরকার ৷
সূত্র: পার্সটুডে

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.