খবরের চোখ
সব সময়

দীর্ঘ ছুটি শেষে খুলছে সুপ্রিম কোর্ট

0

- Advertisement -

আদালত প্রতিবেদক:

সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি, ঈদুল ফিতর এবং আদালতের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলেছে আজ ৷ ৩০ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে ৷

- Advertisement -

রোববার (২১ এপ্রিল) সকাল ৯ টায় ১৫ মিনিট থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিচারকাজ শুরু হয় ৷

অপরদিকে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অর্ধশতাধিক (দ্বৈত ও একক) বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হয় ৷ দীর্ঘদিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে আদালত প্রাঙ্গণ ৷
গত ২২ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয় ৷ এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.