খবরের চোখ
সব সময়

গরমে আদালতে হাজতিদের দেওয়া হলো শরবত-স্যালাইন

0

- Advertisement -

আদালত প্রতিবেদক:

প্রচন্ড গরমে হাজতি আসামিদের শরবত – স্যালাইন খাইয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত দেখাল ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও পুলিশ সুপারের কার্যালয় ৷

- Advertisement -

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামিদের প্রচন্ড দাবদাহে একটু প্রশান্তি দেয়ার জন্য শরবত – স্যালাইন সরবরাহ করা হয় ৷ হাজতি আসামিরাও সানন্দে এই শরবত পান করে ৷

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: আসাদুজ্জামান হাজতি আসামিদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করেন ৷ এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বলেন, চলমান দাবদাহ অব্যাহত থাকলে এই কার্যক্রম চলবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.